গোটা রাজ্যেই শীতের কামড় আরও বাড়ল। গতকালের চেয়ে আরও নেমেছে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত নভেম্বর মাসের শেষ কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। উত্তুরে হাওয়ার হাত ধরে শীতের অনুভূতি আরও খানিকটা বাড়তে পারে।
গতকালের চেয়ে আজ আরও খানিকটা কমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দিন চারেক এমনই থাকবে পরিস্থিতি। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডার রেশ বজায় থাকবে। সময় যত এগোচ্ছে ততই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে, সেই কারমেণ আবহাওযা শুষ্ক হচ্ছে। ত্বকে টান ধরছে।
কলকাতার পাশাপাশি পারদ নামছে জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে শীতের কামড় অনেক বেশি। এরই পাশাপাশি ঠান্ডার দাপট বাড়ছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে পশ্চিমের বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের তাপমাত্রা আরও কমতে পারে। কোথাও কোথাও ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 26 November 2022: পরিবারের মধ্যে ঝামেলা থাকবে এই রাশিদের!
শহর কলকাতায় গত কয়েকদিনই ভোরের দিকে ও সন্ধের পর ঠান্ডার অনুভূতি মিলছে। তবে সকালের পর থেকে রোদের তেজ বাড়লে ঠান্ডার দাপটও কমছে। আপাতত এমনই পরিস্থিতিই বহাল থাকবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জমিয়ে শীত পড়বে বলে আশাবাদী আবহাওয়াবিদরা।
এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই বঙ্গে থিতু হতে শুরু করবে শীত, এমনই পূর্বাভাস আবহাওয়াবিদদের। হাড়কাঁপানো শীত কবে থেকে পড়বে? বা এবার শীত বেশিদিন স্থায়ী হবে কিনা সেব্যাপারে আগেভাগে কোনও পূর্বাভাস অবশ্য দেয়নি আবহাওয়া দফতর।