/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/rainfall-1.jpg)
বৃষ্টি ভেজা কলকাতা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
দুরন্ত কামব্যাক বর্ষার! সেপ্টেম্বরের শুরুতেই কোমর বেঁধে ময়দানে খেল দেখাতে হাজির বর্ষাকাল। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তারই জেরে রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বেশ কেয়কটি জেলায় বৃষ্টি চলছে। সোমবার সকাল থেকে মুখ ভার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির। কোনও কোনও জেলায় সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি নিয়ে রইল বড় আপডেট।
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে রবিবারের পর সোমবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গেরজেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’, বিজেপির কোন কোন নেতাকে ‘ঠুকলেন’ অনুপম?
সেটা হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। সব মিলিয়ে অগাস্টের শেষ সপ্তাহে শীতঘুমে চলে যাওয়া বর্ষাকাল সেপ্টেম্বরের শুরুতেই ফের জেগে উঠেছে।
এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। যদিও আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবছর বর্ষার বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। সেই ঘাটতি পূরণ হওয়ার আশা নেই বললেই চলে।
এবার সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় খানিক বদলের ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।