IMD Weather Update Today April 4: চলতি সপ্তাহের শুরু থেকেই ভ্যাপসা-অস্বস্তিকর গরমে জেরবার দশা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলি ঝড়-বৃষ্টি পেলেও দক্ষিণের ক্ষেত্রে এখনও হাত গুটিয়ে বসে রয়েছেন 'বরুণদেব'। তবে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। ঝড়-বৃষ্টিতে মিলতে পারে সাময়িক স্বস্তি। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। দিন কয়েক আগেই বাঁকুড়ার (Bankura Temparature) তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল। গতকালও বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই পৌঁছে গিয়েছিল।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের ৮টি জেলায় তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। বেলা বাড়লেই অসহনীয় হবে গরম। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে চলতে তাপপ্রবাহের পরিস্থিতি। জ্বালাপোড়া গরমে ছারখার হতে পারেন দুই ২৪ পরগনার মানুষজন। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য স্বস্তির বৃষ্টির আগাম পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- Abhishek Banerjee: কেষ্ট গড়ে দাঁড়িয়ে বিরাট প্রশ্ন তুললেন অভিষেক, খোলসা করলেন ‘তুলসীপাতা-আদালত’ রহস্য!
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতাতেও বেলা বাড়লেই ভ্যাপসা গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ বৃহস্পতিবারেও পরিস্থিতির তেমন বদলের আশঙ্কা নেই। সপ্তাহের শেষের দিকে কলকাতাতেও হাওয়া বদল হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালাপোড়া গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার ঝড়-বৃষ্টির জেরে সহনীয় পরিস্থিতি রয়েছে। গরম চরম আকার নেয়নি উত্তরে। আজও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহ শেষের বাকি দিগুলিতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।