IMD Weather Update Today February 9: শীতের বিদায় বেলায় কিছুটা ঘুরে দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিং। বাংলা জুড়ে রবিবার শীতের আমেজ। সর্বনিন্ম তাপমাত্রা ফের নামল ১৫ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শীতের আমেজ থাকবে। মঙ্গলবার থেকে পারদ চড়তে শুরু করবে।
বৃহস্পতিবার থেকে পারদ চড়বে ২-৪ডিগ্রি সেলসিয়াস। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে'র দিন শীতের আমেজ থাকবে বাংলায় এমনটাই পুর্বাভাস হাওয়া অফিসের। আজ রবিবার সর্বনিন্ম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াল। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সরস্বতী পুজোর পর থেকে এক ধাক্কায় ফিকে হয়ে যাওয়া শীতের মেজাজ আরও একবার চড়া হবে।
আগামীকাল সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পুর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। রবিবারেও ফারদ পতনে ঠান্ডার মেজাজ আরও চড়া হবে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
শহর কলকাতা থেকে হারিয়ে গিয়েছিল শীত। এমনকী ভরা মাঘে বেলা বাড়লে উষ্ণতার অনুভূতি মিলছিল। তবে এবার মহানগরীতেও গতকাল থেকে শীতের আমেজ ফের চড়তে শুরু করেছে। আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ কোন বদল হবে না। তবে মঙ্গলবারের পর ফের উর্ধ্বমুখী হবে পারদ।