Bengal Weather Update: আশঙ্কা থাকলেও বঙ্গে কেটেছে ঘূর্ণিঝড়ের ফাঁড়া। মেঘমুক্ত আকাশে শীতের আমেজ রাজ্যজুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা ঠান্ডার মেজাজ সর্বত্র। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ? জাঁকিয়ে শীত কি দুয়ারেই? জেনে নিন আবহাওয়ার একেবারে টাটকা আপডেট।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল ও সন্ধে ঠান্ডার মেজাজ থাকবে সর্বত্র। তবে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নেমে যেতে পারে। রাতের তাপমাত্রা আরও কমায় ঠান্ডার আমেজ বাড়বে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের কামড় থাকবে বেশি।
উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই ঠান্ডার আমেজ রয়েছে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। বরং দিন যত এগোবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের মেজাজ আরও চড়া হবে। আপাতত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ছাড়া বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। ওই দুই পার্বত্য জেলায় আগামী মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ‘রাস্তার নয়, ভাগ্যের কারণেই মৃত্যু’, বামনগোলার তরুণীর মর্মান্তিক পরিণতিতে মন্তব্য মমতার মন্ত্রীর
তবে কি জাঁকিয়ে ঠান্ডা দুয়ারেই?
এখনও এব্যাপারে পাকাপাকিভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। তবে একটু একটু করে পারদ নামার ইঙ্গিত স্পষ্ট। আপাতত চলতি মাসের শেষের দিকে ঠান্ডার দাপট আরওও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাড়কাঁপানো শীত কবে থেকে পড়তে পারে সেব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।