সপ্তাহের প্রথম দিনেই ধেয়ে আসতে পারে কালবৈশাখী। সোমবার রজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। মোটের উপর মে মাসের প্রথম দিনে গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এপ্রিলের টানা এক সপ্তাহের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নামতেই আবহাওয়ার উলোটপুরাণ। গোটা রাজ্যেই দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে শিলাবৃষ্টিও হতে পারে।
বৃষ্টির সঙ্গেই কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। সোমাবারের পর মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামিকালও অধিকাংশ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে আগামী শুক্রবার পর্যন্ত মোটের পর আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে বলে মত আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো-হাওয়ার দাপট দেখা যাবে। সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
অন্যদিকে, কলকাতা শহরে আজ সকাল থেকেই মেঘলা আকাশ। বিকেল বা সন্ধের দিকে শহর কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কলকাতায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে।