Bengal Weather Update: নিম্নচাপের জেরে একটানা লাগাতার বৃষ্টিতে পুজোর মুখে উদ্বেগ বাড়ছিল সর্বত্র। তবে গত কয়েকদিন ধরেই গোটা রাজ্যে আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে। যদিও আজ ফের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আবহাওয়া দফতরের তরফে। সব মিলিয়ে মহালয়ার মুখে কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি? আগামী কয়েকদিন ফের কি চিন্তা বাড়াবে বৃষ্টি? আবহাওয়ার একেবারে টাটকা আপডেট জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
গত সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে চলতি অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তুমুল বৃষ্টির জেরে উদ্বেগ চরমে উঠেছিল। ব্যারাজগুলি জল ছাড়তে শুরু করায় প্লাবন পরিস্থিতির আশঙ্কা বাড়ছিল। যদিও নিম্নচাপ সরে যাওয়ায় সেই চিন্তা কেটেছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্কার আকাশ, রোদ ঝলমলে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির জোরালো সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আংশিক বৃষ্টি হতে পারে। তবে পুজোর ঠিক আগে আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা কমতে পারে।
আজ ও কাল অর্থাৎ মহলয়ায় কেমন থাকবে কলকাতার ওয়েদার?
তিলোত্তমা মহানগরীর সর্বত্র পুজোর ভরপুর মেজাজ। পুজোর আগের শেষ উইকেন্ড দোরগোড়ায়। তার আগের দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে মহানগরীতে। তবে আর্দ্রতাজনতি অস্বস্তি কাবু পড়বে। তবে সেই পরিস্থিতিও স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- এই পুজোর পরতে-পরতে ইতিহাস! সবুজে ঘেরা মায়াবী প্রান্তে উপরি পাওনা বেড়ানো!
জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি…
এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু থকে সহায় ছিলেন বরুণদেব। ঢেলে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে একটা সময় বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। যদিও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।