Bengal Weather Update: সামনেই পুজো। তার আগে ইতিমধ্যেই জমে উঠেছে কেনাকাটা। বিশেষ করে রবিবার ছুটির দিনগুলিতে কলকাতা শহরে কেনাকাটার ধুম পড়ে যায়। আজও কি তেমন কোনও প্ল্যান রয়েছে? থাকতেই পারে, তবে তার আগে জেনেন আজ দিনভর কেমন থাকবে মহানগরীর আবহাওয়া। গত কয়েকটি রবিবারের মতো আজও শহরে তেড়ে বৃষ্টি নামবে? ঝটপট জেনে নিন ওয়েদার আপডেট।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আজ শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আপাতত বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাই আজ কলকাতা শহরে পুজোর বাজারের প্ল্যান থাকলে মন্দ হবে না।
আরও পড়ুন- গতরাতেই দুরন্ত পদক্ষেপ! চূড়ান্ত সাসপেন্স রেখে কী করলেন রাজ্যপাল?
গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
দক্ষিণবঙ্গে আপাতত আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা রয়েছে। সেটি হলে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়বে। ফের এক দফায় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই পর্বে একেবারে সপ্তাহ শেষের রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা একটু একটু করে বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট…
এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সেই তুলনায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। এই পর্বে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বেশ কম। যদিও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।