IMD Weather Update Today April 11: আজও বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) একাধিক জেলায়। তবে বৃষ্টি হলেও গরমের অনুভূতি থেকে রেহাই মিলবে না। শহর কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে বাড়বে গরম। কলকাতা শহরে আজ বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…
আজ ইদের দিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে কিংবা সন্ধের পর দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবানা রয়েছে। এছাড়াও বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম-সহ কয়েকটি জেলায়।
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতাতেও আজ সকাল থেকে আংশিক মেলা আকাশ। বেলা বাড়লে বাড়বে গরমের অনুভূতি। তিলোত্তমা মহানগরীতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। যদিও আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Lok Sabha Election 2024: বড় প্রাপ্তি পরিচয়, অপ্রাপ্তির ভাঁড়ারে কী কী? ভোটের ভারতে ঢুঁ ছিটমহলের অলি-গলিতে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে।