Advertisment

Kolkata Weather Today: শেষবেলায় জমিয়ে ব্যাটিং শীতের, শৈত্যপ্রবাহের সতর্কতা! সরস্বতী পুজোয় বৃষ্টি কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: একেবারে বিদায়বেলায় এসে ফের একবার বঙ্গে শীতের কামব্যাক। শহর থেকে জেলা, ঠান্ডার কামড় জোরালো। এই মরশুমে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি স্পেলে ঠান্ডা ব্যাটিং করেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু থেকেই ঠান্ডার ভালোমতো দাপট ছিল। দফায় দফায় বরফ পড়েছে দার্জিলিঙেও। তবে শীতের মরশুমে দফায় দফায় বৃষ্টি হয়েছে জেলায়-জেলায়। এবার বিদায়বেলাতেও ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। এমনকী ঠান্ডার মরশুমের শেষপর্বে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতার পারদ কোথায় নামল?

IMD Weather Update Today February 11: বিদায়লগ্নে ঘুরে দাঁড়াচ্ছে শীত (Winter)। ফের একবার ঠান্ডার জোরালো রেশ শহর থেকে জেলায়। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের (Cold Wave) সতর্কতা জারি করা হয়েছে। ঠান্ডার এই রেশ আর কতদিন পর্যন্ত বহাল থাকবে? কেমন থাকবে সরস্বতী পুজোর আবহাওয়া (Saraswati Puja 2024 Weather Update)? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট (Weather Update)।

Advertisment

শীতের মরশুম একেবারে শেষের পথে। এই আবহেই ফের একবার ঠান্ডার কামড় রাজ্যের জেলায়-জেলায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৫ ডিগ্রির নীচে নেমে ১৪.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতেই শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।

দক্ষিণবঙ্গের এই জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) দুই দিনাজপুরে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গে শীতের এই কামব্যাক মাত্র দিন কয়েকের জন্যই।

আরও পড়ুন- Zoological Park: অভাবনীয় বিস্ময় আর মাত্র কয়েকদিনেই! চিড়িয়াখানায় পর্যটকদের ভরপুর বিনোদনে ইতিহাস গড়বে নয়া অতিথিরাই

সরস্বতী পুজোর আগেই আবহাওয়ায় ফের একবার বড় বদল ঘটবে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী হবে। আগামী মঙ্গলবার পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টি (Rain) হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায়।

আগামী মঙ্গল ও বুধবার সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ওই দু'দিন বৃষ্টি হতে পারে শহর কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মোটের উপর রবিবারের পর থেকে পারদ চড়তে শুরু করবে রাজ্যের সর্বত্র। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার রেশ আরও কিছুদিন বহাল থাকবে। তবে সার্বিকভাবে সরস্বতী পুজোর পর থেকে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে।

weather update Kolkata Weather Weather Forecast
Advertisment