Advertisment

Kolkata Weather Today: কালবৈশাখী ঝড়ের সঙ্গেই আজ তেড়ে বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ চলবে আর কতদিন?

IMD Weather Forecast Update: দাবদাহের পালা চুকিয়ে বঙ্গে এখন মনোরম আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরেও চলছে ঝড়-বৃষ্টি। কালবৈশাখী ঝড় দাপট দেখাচ্ছে জেলায়-জেলায়। শিলাবৃষ্টিও হয়েছে বেশ কয়েকটি জেলায়। সব মিলিয়ে প্রবল তাপপ্রবাহের পর একটানা বেশ কয়েকদিনের ঝড়-বৃষ্টির হাত ধরে শান্ত হয়েছে বাংলা। তবে এই পরিস্থিতি চলবে আর কতদিন? দুর্যোগের পালা চুকলেই ফের তাপপ্রবাহের কবলে পড়তে হবে বঙ্গবাসীকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (WB Weather Update)।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: বৃষ্টি ভেজা শহর কলকাতার টুকরো ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today May 11: তাপপ্রবাহের (Heat Wave) করাল গ্রাস কাটিয়ে ঝড়-বৃষ্টির স্পেল চলছে বাংলাজুড়ে। আপাতত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির আশঙ্কা নেই। বরং গোটা রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির এই পালা আপাতত চলবে। এই পর্বে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে জেলায়-জেলায়। এমনই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

Advertisment

একটানা কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহের জোরালো ঝাঁঝে প্রায় ঝলসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ঝড়-বৃষ্টির জেরে পরিস্থিতি এখন বেশ শান্ত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী (Kalbaisakhi) ঝড়ের সঙ্গেই ভারী বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Eastern Railway: শহরতলির যাত্রীদের গ্যাঁটের কড়িতেই ভাঁড়ার উপচে আয়! সর্বকালীন রেকর্ড পূর্ব রেলের!

শহর কলকাতাতেও আজ সন্ধের দিকে ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া ও সঙ্গে চলতে পারে বৃষ্টি। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে।

আরও পড়ুন- Loksabha Election 2024: ভোটের আগেই বিজয় উৎসব! দিলীপ ঘোষের কেন্দ্রে তৃণমূল বিধায়কের নেতৃত্বে হইহই কাণ্ড

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

weather update weather today Weather Forecast
Advertisment