Bengal Weather Update: রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ। কালীপুজো ও ভাইফোঁটাতেও এমনই থাকবে আবহাওয়া। ভোর ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি বহাল শহর থেকে জেলায়। তবে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পূর্বাভাস। তবে কি শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে এই নিম্নচাপ? জাঁকিয়ে শীত কবে থেকে? আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট জেনে নিন।
লক্ষ্মীপুজোর পর থেকেই হালকা ঠান্ডার অনুভূতি মিলতে শুরু করেছিল। তারপর থেকে দিন যত এগিয়েছে সেই অনুভূতি একটু একটু করে বেড়েছে। আপাতত ভাইফোঁটা পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিত অর্থাৎ বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে শীতের অনুভূতি বাড়বে। আগামী কয়েকদিনে ওই জেলাগুলির তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে।
ফের নিম্নচাপের ভ্রূকুটি, কবে থেকে আবহাওয়ায় বদল?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তারই জেরে আবহাওয়ায় বদল চোখে পড়তে পারে। তাপমাত্রা বেড়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা বাড়বে। আগামী সপ্তাহের বুধবারের পর থেকে আবহাওয়ায় বদল দেখা দিতে পারে। বাড়তে পারে তাপমাত্রা।
নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
আগামী ১৫ নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তার পরের দুদিন অর্থাৎ ১৬ ও ১৭ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। একইসঙ্গে ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- পদ্মের খসতে থাকা পাপড়ি জুড়তে ‘মাস্টারপ্ল্যান’, শাহ-নাড্ডাদের কোন টিপসে ‘দৌড়াদৌড়ি’ অনুপমের?
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ রয়েছে। এই আমেজ দিন যত এগোবে ততই বাড়বে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে। তাপমাত্রা বিশেষ ওঠানামা না করলেও ঠান্ডার অনুভূতি বহাল থাকবে জেলায়-জেলায়।
আরও পড়ুন- বেড়েই চলেছে শিশুর অসুস্থতা, বারবার ‘বেড নেই’ বলে ‘মুখঝামটা’ SSKM-এর, দিশেহারা পরিবার