West bengal Weather Update Today: আগামিকাল থেকেই ফের এক দফায় আবহাওয়ায় বড়সড় বদল আসতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির জোরালো সম্ভাবনা রয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি? আজ কলকাতাতেও তেড়ে বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন আজকের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
পূর্বাভাস থাকলেও গত সপ্তাহের শেষ দিক থেকে প্রবল বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। তবে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তারই জেরে মঙ্গলবারের পর থেকে বা বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে পারে। আজ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। সকাল থেকে চড়া রোদে অস্বস্তি বাড়ছে। বেলা যত গড়াবে ততই গরমে ভোগান্তি বাড়বে।
আরও পড়ুন- আদৌ মিলবে টাকা ফেরত? ময়দানে চিটফান্ড প্রতারিতরা, কলকাতা কাঁপাতে ‘বিরাট প্ল্যান’!
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি?
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণার্ত তৈরি হলে তার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হয়েছে। তবে বরুণদেবের কৃপা থেকে বেশ কিছুটা বঞ্চিতই থাকতে হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবার বর্ষার বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। একনাগাড়ে টানা বৃষ্টির মুখ এবারে অন্তত দেখেনি দক্ষিণবঙ্গ। বর্ষার বাকি সময়টাতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি-ঘাটতি পূরণের সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।