/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/Winter-west-bengal.jpg)
শীতের মেজাজ বেশ ফিকে।
Bengal Weather Update: দুরন্ত ছন্দে শীত। সপ্তাহের দ্বিতীয় দিনেও শীতের জবরদস্ত স্পেল জারি রয়েছে। এবার জাঁকিয়ে শীতের অপেক্ষায় বঙ্গবাসী। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সব মিলিয়ে হাড়কাঁপানো ঠান্ডা ধেয়ে আসার অনুকূল পরিস্থিতি রাজ্যে। এসপ্তাহেই আরও নেমে যাবে পারদ? জেনে নিন আবহাওয়ার টাটকা আপডেট।
শহর থেকে জেলা, শীতের মেজাজ সর্বত্র। জেলাগুলির পাশাপাশি কলকাতা শহরেও সকালে ভালোমতো ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আর কয়েকদিনের মধ্যেই তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। শুধু তাই নয়, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হাড়কাঁপানো শীতের অনুভূতি মিলতে পারে।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…
আপাতত কোনও বাধা না থাকায় হু হু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে নামছে পারদ। দু'দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দুরন্ত ছন্দে ব্যাট করছে শীত।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
ইতিমধ্যেই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে দার্জিলিঙে। এবার ফের একবার দার্জিলিং ও কালিম্পঙে বরফ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে দুই পার্বত্য জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন- রেশনকাণ্ডে আজ ED-র প্রথম চার্জশিট, এবার রাজ্যে আরও বিশাল কালো কারবারের পর্দাফাঁস
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় সকাল-রাতে ঠান্ডার আমেজ রয়েছে। সঙ্গে উত্তুরে হাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। আর কয়েকদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। শহরেও শীতের ভরপুর আমেজ রয়েছে।