IMD Weather Update Today May 13: ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করেছে। এবার ধাপে ধাপে তাপামাত্রা বৃদ্ধির পালা। তবে আজও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে কি দিন কয়েক পর থেকেই ফের একবার দাবদাহের পালা শুরু? এসব নিয়েই রইল ওয়েদার আপডেট (Weather Update)।
একটানা তীব্র তাপপ্রবাহের (Heat Wave) কবলে পড়েছিল প্রায় গোটা বাংলা। উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং বাদ দিলে রাজ্যের প্রায় সর্বত্র যেন আগুন ঝরাচ্ছিল সূর্য। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ত্রাহী ত্রাহী রব উঠে গিয়েছিল। কয়েক সপ্তাহ ধরে ভয়ঙ্কর সেই পরিস্থিতি চলার পর নামে বৃষ্টি। এরপর টানা কয়েকদিন প্রবল ঝড়-বৃষ্টির দাপট দেখেছে বাংলা। একধাক্কায় নেমে গিয়েছে পারদ। গত কয়েকদিনের টানা দুর্যোগের জেরে বাংলার পরিবেশ এখন বেশ মনোরম।
আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 4 Live Updates: বেলডাঙায় বুথের বাইরে অবৈধ জমায়েত, তাড়া আধাসেনার, লাঠিপেটা করে সরানো হল ভিড়
তবে এবার ঝড়-বৃষ্টির এই পর্ব শেষের দিকে। আজ থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা। তবে তাপমাত্রা বাড়তে থাকলেও আগামী এক সপ্তাহ পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।
আরও পড়ুন- TMC worker killed in ketugram: ভোটের আগের রাতে খুন TMC কর্মী, পুলিশি তদন্তে গ্রেফতার ২
আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আরও কয়েকটি জেলায়। কলকাতা শহরেও আজ সন্ধের দিকে বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ বৃষ্টি হতে পারে।