IMD Weather Forecast Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয়, বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের দাপটও দেখা যাবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ ঝড়-জলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার ওয়েদার আপডেট
সকাল থেকে শহর কলকাতার আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে তিলোত্তমা মহানগরীতে। বিকেল কিংবা রাতের দিকে দিকে কলকাতা শহরেও ঝড়-জলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Murshidabad Violence: মুর্শিদাবাদে নৈরাজ্যের আগুন, শ'য়ে শ'য়ে পরিবার ঘরছাড়া, হাড়হিম অভিজ্ঞতা বুক কাঁপিয়ে দেবে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের কোনও কোনও অংশে। আরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।