Advertisment

Kolkata Weather Today: আজ ঝেঁপে বৃষ্টির জোরালো পূর্বাভাস, সরস্বতী পুজো মিটতেই দুর্যোগ আশঙ্কা কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: শীতের মরশুমে এবার দফায় দফায় বৃষ্টি দেখেছে বাংলা। রাজ্যের উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণ, জেলায় জেলায় প্রবল দুর্যোগ চলেছে। শীতের মরশুমে অসমেয়র এই বৃষ্টিতে নাস্তানাবুদ হতে হয়েছে বঙ্গবাসীকে। এবার শীতের বিদায় আসন্ন। এই আবহেও ফের একবার রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি। এই পর্বে দুর্যোগের এই পালা চলবে কতদিন? আবহাওয়ায় বদল আসবে কবে থেকে? এসব নিয়েই রইল আবহাওয়ার একেবারে টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

IMD Weather Update Today February 15: সরস্বতী পুজোর দিন থেকেই শীত উধাও হতে শুরু করেছে। চড়তে শুরু করেছে পারদ। বৃহস্পতিবার সকাল থেকে হালকা ঠান্ডা থাকলেও, শীত যে বিদায় নিতে শুরু করেছে তার আভাস মিলছে। তবে আজ রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুধু বৃষ্টিই নয়, দমকা হাওয়াও বইতে পারে বেশ কয়েকটি জেলায়।

Advertisment

শীতের বিদায়বেলাতেও ফের একবার বৃষ্টির জোরালো পূর্বাভাস একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। শুধু আজই নয়, বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে শুক্রবারেও।

আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ যেমন চড়বে তেমনই তাপমাত্রা বাড়তে শুরু করবে উত্তরবহ্গের জেলাগুলিতেও। আজ উত্তরবঙ্গেও মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Valentines Day Special: অপার্থিব দুই প্রেমকাহিনী! ‘না দেখা’ ভালোবাসার এমন অকৃত্রিম গল্প মনকে নাড়া দেবে 

মোটের উপর সরস্বতী পুজো শেষেই শীতের বিদায়ঘণ্টা বেজে গেল। নতুন করে ঠান্ডার কামব্যাকের সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। এদিকে অসময়ের বৃষ্টির জেরে শষ্যহানির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাসি আজ-কাল বজ্রপাতও হতে পারে। আবহাওয়া দফতরের তরফে দুর্যোগের সময়ে নিরাপদ দূরত্বে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগের এই পালা শুক্রবার কাটতে পারে। আগামিকাল থেকে আবহাওয়ায় বদল আসার সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather Weather Report Rainfall in Bengal Weather Forecast
Advertisment