মকর সংক্রান্তির শেষেই ফের নামল তাপমাত্রা। ফের শুরু শীতের শিরশিরানি। শহর থেকে জেলা আবারও শীতের আমেজ ফিরল সর্বত্র। রবিবার মকর সংক্রান্তির দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২০ ডিগ্রির ঘর ছুঁইছুঁই ছিল। সোমবার এক ধাক্কায় পারদ নামল ১৬-এর ঘরে। সপ্তাহের প্রথম দিনে রাজ্যের সর্বত্র শীতের আমেজ। তবে একাধিক জেলায় ভোর থেকেই ছিল কুয়াশার দাপট। বেশ কয়েকটি জেলায় আজ দিনভর হালকা কুয়াশা থাকবে।
প্রায় বছর দশেক বাদে এই প্রথম উষ্ণতম ১৫ জানুয়ারি দেখেছে বাংলা। গতকাল মকর সংক্রান্তির দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ ডিগ্রির দোরগোড়ায়। সংক্রান্তির দিনেও অধরা ছিল উত্তুরে হাওয়া।
আরও পড়ুন- ফের বিতর্কে ‘দিদির দূত’, দলীয় মিছিলে হাঁটলেন খোদ বিএমওএইচ
তবে সংক্রান্তির শেষে রাজ্যে ফের ফিরল শীতের আমেজ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেসলিয়াস। আবহাওয়া দফতরের পূর্বভাস বলছে সোমবারের পর মঙ্গলবারও তাপমাত্রার এই পতন জারি থাকবে।
তবে বুধবার থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। অন্যদিকে, মঙ্গলবারের পর থেকে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই পাশাপাশি আগামী দিন কয়েক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং ও কালিম্পং জেলাতেও।
বৃষ্টির পাশাপাশি আগামী দিন কয়েক রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার দাপট থাকবে বেশি।