Bengal Weather Update: আবহাওয়ার মতিগতি ভালো নয়। বেলা যত গড়াবে বৃষ্টির আশঙ্কা ততই বাড়বে। ইডেনে গার্ডেন্সে আজ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত শহর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও। অসময়ের এই বৃষ্টিতে শীতে প্রভাব কতটা? জেনে নিন টাটকা আপডেট।
আজ কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের দিনেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা যেমন কমবে তেমনই বাড়তে পারে রাতের তাপমাত্রা।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ থেকে শনিবার পর্যন্ত।
আরও পড়ুন- মমতার থেকে ফোঁটা নিয়েই শোভনের মুখে ‘স্যাক্রিফাইস’য়ের কথা! কী বললেন বৈশাখী?
উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। সেই কারণেই সমুদ্র থাকবে উত্তাল। বিপদ এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।