Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। তবে মাঝে অগাস্টেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। বর্ষা শেষের বাকি দিনগুলিতে সেই ঘাটতি মেটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গভীর নিম্নচাপের জেরে মাঝে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি-ভারী বৃষ্টি হয়েছে।
Bengal Weather Update: উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢোকার পর তা থমকে দাঁড়িয়েছিল। বেশ কয়েকদিন পর এবার বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বর্ষার মরশুম শুরুর পর থেকে নাগাড়ে বৃষ্টি অধরাই থেকে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে নিম্নচাপের জেরে দিন কয়েক বৃষ্টি হলেও ফের যে কে সেই। এবছর বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। সেই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
আরও পড়ুন- খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, মৃত্যু মহিলার
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও আগামী রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবছর আর কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই? আবহাওয়াবিদরা মনে করছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত দানা বাঁধলে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হতে পারে।