Bengal Weather Update: শীতের জমাটি ব্যাটিং জারি। পরিসংখ্যান বলছে আজই এ মরশুমের শীতলতম দিন। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রিতে নেমে গিয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র ঠান্ডার জোরালো দাপট জারি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে আরও খানিকটা নেমে যেতে পারে পারদ। আপাতত বঙ্গে শীতের এই স্পেল জারি থাকবে। তবে ভরা শীতে বেশ কিছু জেলায় কুয়াশার দাপটও উঠবে তুঙ্গে। আবহাওয়ার বিস্তারিত তথ্য জেনে নিন।
কনকনে ঠান্ডা রাজ্যজুড়ে। বড়দিনের আগেই জাঁকিয়ে শীত গোটা রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে আরও নেমে যাবে পারদ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ পতন অব্যাহত থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও হাড়কাঁপানো ঠান্ডার দাপট চলছে। এবার ঠান্ডার কামড় আরও বাড়বে।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে শীতের এই স্পেল আপাতত জারি থাকবে। বরং তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। মোটের উপর সামনের সপ্তাহের গোটাটাই ভরপুর ঠান্ডার জেরালো মেজাজ থাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।
আরও পড়ুন- কোলাহলহীন মায়াবী পরিবেশ, উত্তরবঙ্গের এপ্রান্তের অকৃত্রিম সৌন্দর্য্য লজ্জায় ফেলবে সুন্দরী রমণীদেরও!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের সব জেলাতেই কনকনে শীত। বিশেষ করে পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ নামছে। আগামী সপ্তাহেও এই পারদ পতন জারি থাকবে। তবে উত্তরবঙ্গের সমতেলর জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই থাকবে। যদিও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারেও কুয়াশার দাপট থাকবে।
আরও পড়ুন- রান্নার গ্যাসের বায়োমেট্রিক? লাইনে না দাঁড়িয়ে বাড়ি বসেই মুশকিল আসান! কীভাবে?
কলকাতার ওয়েদার আপডেট…
শীতের ফাটাফাটি মেজাজ তিলোত্তমা মহানগরীতেও। পরিস্কার আকাশে নামছে পারদ। দিনভর ঠান্ডার ফাইন মুড মহানগরীতে। গত কয়েকদিনে একটু একটু করে পারদ নামছে কলকাতায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। এপর্যন্ত এটাই মরশুমের শীতলতম দিন।
আরও পড়ুন- Premium: এই মিষ্টির জন্য স্টেশনে ১ ঘণ্টা দাঁড়াত দার্জিলিং মেল! সাহেবের বউও খেয়ে অবাক হন