Advertisment

Kolkata Weather Today: দক্ষিণবঙ্গে আদৌ আর দিন চারেকেও ঢুকবে বর্ষা? আগুনে গরমে স্বস্তি দিতে বৃষ্টি কবে?

IMD Weather Forecast Update: উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে। আজও উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Rainfall Forecast: কোনও এক সময়ের বৃষ্টি-ভেজা শহর কলকাতার টুকরো ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today June 17: অসহ্যকর ভ্যাপসা গরমে নাজেহাল দশা গোটা দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গে ঝেঁপে বর্ষার বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে এখনও অধরা বরুণদেবের কৃপা। তবে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, আর দিন চারেকের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষার প্রবেশ ঘটবে।

Advertisment

উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। তবে এখনও জ্বলেপুড়ে খাক গোটা দক্ষিণবঙ্গ। শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও জ্বালাপোড়া গরমে নাদেহাল দশা। দক্ষিণবঙ্গে কবে নামবে বর্ষার বৃষ্টি? এই প্রশ্নের যুৎসই জবাব এতদিন মিলছিল না।

যদিও এবার একটা আশার আলো দেখা যাচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন চারেকের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বর্ষা ঢুকে যাবে। তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অসহ্যকর গরম থাকবে।

পশ্চিমের জেলায় জেলায় তাপপ্রবাহের দাপট থাকবে আরও দিন কয়েক। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেও বর্ষা নিয়ে বিরাট স্বস্তির কোনও খবর নেই। কলকাতা শহরেও এখন অসহ্যকর গরম। এই পরিস্থিতিই থাকবে আরও দিন কয়েক।

আরও পড়ুন- Indian Railways: যাত্রী স্বার্থে আরও এক অভূতপূর্ব ‘উপহার’ রেলের! দুরন্ত তৎপরতার প্রশংসার ঝড়!

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে। আজও উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

Weather Report Bengal Weather Forecast Weather Forecast
Advertisment