IMD Weather Update Today May 18: ফের একবার গলদঘর্ম পরিস্থিতি জেলায়-জেলায়। শনিবার তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি রাজ্যের সাত জেলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের মোট সাত জেলায় বেলা বাড়লেই চরম গরমে দুর্ভোগ বাড়বে। রাজ্যের অন্যান্য জেলাতেও ভ্যাপসা গরমে অস্বস্তি আরও তীব্র হবে। তবে আবহাওয়ার বদলেও বেশি দেরি নেই। বৃষ্টি কবে? জানুন ওয়েদার আপডেট (Weather Update)।
ফের একবার তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের চার জেলাল উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভ্যাপসা গরমে জেরবার পরিস্থিতি তৈরি হবে।
আরও পড়ুন- Kolkata Metro: অভাবনীয় উদ্যোগ মেট্রোরেলের! যাত্রীদের সুবিধায় মারকাটারি বন্দোবস্ত! ফাটাফাটি পদক্ষেপের চর্চা সর্বত্র!
তাপপ্রবাহের দাপট দেখা যাবে উত্তরবঙ্গের তিন জেলাতেও। আজ মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল রবিবারেও এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও গরম বাড়বে। এমনকী উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙেও গরম বাড়বে।
আরও পড়ুন- Lok Sabha Election 2024: মমতাকে বিঁধে অনিল-উবাচে চটেছিলেন বুদ্ধদেব, ভোট-আবহে অভিজিৎ বাণেও বেজায় বিপাকে BJP
বৃষ্টি কবে?
কাল থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কাল থেকে বৃষ্টি নামতে পারে। আগমী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলতে পারে দফায়-দফায়। শহর কলকাতাতেও রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের প্রথম দিনে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।