Bengal Weather Update: আজ বিশ্বকর্মা পুজোয় দিনভর কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে বাড়তি কৌতূহল রয়েছে অনেকেরই। জানা গিয়েছে, আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঙালির জোড়া পার্বণের দিনের আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন ঝটপট।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার বিশ্বকর্মা পুজো ও রান্না পুজোর দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একইভাবে আগামী বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- কবিগুরুর শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি ইউনেস্কোর, আগেই লিখেছিল iebangla.com
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
এদিকে, সপ্তাহের শুরুতে অর্থাৎ আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা জেলায়।
আজ কেমন থাকবে কলকাতার ওয়েদার?
আজ সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মহানগরীতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।