Bengal Weather Today: মোটের উপর গোটা রাজ্যেই বৃষ্টি চলছে। তবে আগামী সেমাবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। শুধু উত্তরবঙ্গই নয়, ঠিক তার পরের দিন অর্থাৎ, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বদল চোখে পড়বে বলে মনে করছেন আবহায়াবিদরা। কী সেই বদল?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আাগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে আগামী সেমাবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন- EXCLUSIVE: ‘বারান্দায় থরথর করে কাঁপছিল ছাত্রটি’, যাদবপুর-কাণ্ডে ‘মারাত্মক’ তথ্য ধৃতের বাবার
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী সোমবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ায় বদল চোখে পড়বে। বাড়বে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন- একুশের মঞ্চে ঝাঁঝালো ভাষণে চর্চায়! মমতার নির্দেশে তৃণমূলে ‘গুরু দায়িত্বে’ রাজন্যা
আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহর কলকাতাতেও আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।