এবারের মতো কার্যত বিদায় শীতের। নতুন করে পারদ পতনের সম্ভাবনা আর নেই। তবে শীত-শীত ভাব চলবে আরও বেশ কয়েকদিন। আর কোনওভাবে জাঁকিয়ে ঠান্ডার স্বাদ এবছরের মতো মিলবে না। বরং দিন যত এগোবে পারদ ততই চড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
আজ রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে কোনও কোনও জেলায় থাকবে কুয়াশার দাপট। যদিও বেলা বাড়লেই কুয়াশার চাদর সরে যাবে। বেলা বাড়লে তাপমাত্রাও বাড়বে। আপাতত আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে সোম এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ‘প্রাণনাশের হুমকি’, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল সাংসদের
মোটের উপর এবারের মতো বঙ্গ থেকে শীতের বিদায় পাকা। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী কয়েকদিন সকাল-সন্ধেয় মনোরম পরিবেশ থাকবে। না ঠান্ডা না গরম- এমনই অনুভূতি পাবেন বঙ্গবাসী।
আরও পড়ুন- পাহাড়ের কোলে ছবির মত সাজানো ছোট্ট গ্রাম, গেলে ফিরতে মনই চাইবে না
পশ্চিমের জেলাগুলিতে হালকা শীত থাকবে আরও কয়েকদিন ধরে। রবিবার থেকে শহর কলকাতায় শীতের আমেজ থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকী দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে চলে যেতে পারে। মোটের উপর এবারের মতো শীতজাপন শেষ। হাঁসফাঁস গরমে নাজেহাল পরিস্থিত এই শুরু হল বলে!