IMD Weather Update Today January 19: ভরা মাঘে অস্বস্তির বৃষ্টিতে অসহনীয় আবহাওয়া। ঠান্ডার মধ্যে মূলত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্যাঁতসেঁতে পরিবেশে অস্বস্তি বাড়ছে। বৃহস্পতিবারের পর আজ শুক্রবারেও পিছু ছাড়বে না বৃষ্টি (Rainfall)। এমনিতেই বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা বেড়েছে। যদিও শীত-শীত ভাব ভালো মতোই রয়েছে। তবে সপ্তাহান্তে (Weekend) ফের একবার আবহাওয়ায় (Wather) বড়সড় বদল আসতে পারে। জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
মাঘ মাস পড়তেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল এসেছে। অসময়ে শুরু বৃষ্টি। ঘ্যানঘেনে বৃষ্টির জেরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, শুক্রবারেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। অর্থাৎ এদিনও ভিজবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ প্রান্ত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই উত্তুরে হাওয়ার দাপট কমে বইবে পূবালি বাতাস। অসময়ের এই বৃষ্টির জেরেই বাড়বে রাতের তাপমাত্রা। রাতের দিকের তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
কলকাতার ওয়েদার ইনফো…
আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে শহর কলকাতার (Kolkata Weather) পারদও ঊর্ধ্বমুখী। যদিও শুক্রবার কলকাতা শহরের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, স্যাঁতসেঁতে পরিবেশে শীতের আমেজ পুরোপুরি বজায় থাকবে কলকাতায় (Kolkata)। শুক্রবার সকালের দিকে শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
জমিয়ে শীত উপভোগ করছেন উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে একইসঙ্গে ঘন কুয়াশার দাপটও রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী দিন চারেক উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার (Fog) দাপট থাকবে। এমনিতেই মারাত্মক ঠান্ডায় কাঁপছে শৈলশহর দার্জিলিং (Darjeeling)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) বলছে এবার শূন্যের নীচে নেমে যেতে পারে পাহাড়নগরী দার্জিলিঙের পারদ (Darjeeling Weather)। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই জমাটি ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। চুটিয়ে পাহাড় বেড়াচ্ছেন পর্যটকরা (Tourist)।