Advertisment

Kolkata Weather Today: আজ থেকেই আবহাওয়ায় দুরন্ত বদল! বৃষ্টি? নাকি আরও বাড়বে গরম? জানুন ওয়েদার আপডেট

IMD Weather Forecast Update: এবছর বর্ষা এগোচ্ছে। অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে আগেই। অর্থাৎ এবছর বর্ষা বেশ লম্বা ইনিংস খেলতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রবিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এখন পর্যন্ত আবহাযার যা গতি-প্রকৃতি তাতে কেরল হয়ে বাংলায় বর্ষার প্রবেশ ঘটতে পারে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে কিংবা দ্বিতীয় সপ্তাহে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও এবছর বর্ষা আগেই ঢুকে পড়বে বলেই মনে করছেন আবহাযাবিদরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

IMD Weather Update Today May 19: ভ্যাপসা গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গরমের অস্বস্তি বেশ খানিকটা বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রবিবার পর্যন্ত গরমের জেরে এই ভোগান্তি বজায় থাকবে। তবে আজ থেকেই আবহাওয়ায় বদল আসবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের জেলায়-জেলায়। এই পর্বে দুর্যোগের পালা চলতে পারে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গেই বেশ কিছু জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার প্রবল দাপট। তবে আজ উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদহে গরমের অস্বস্তি ব্যাপকভাবে বাড়বে।

অন্যদিকে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আজ রবিবার পর্যন্ত গরমের জেরে অস্বস্তি থাকবে। বিকেল কিংবা সন্ধে নাগাদ তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে হাওয়া বদল হতে পারে আজ বিকেলের পর থেকেই।

আরও পড়ুন- underwater metro in Kolkata: গঙ্গাগর্ভে সোনার ইতিহাস কলকাতা মেট্রোর! যুগান্তকারী রেকর্ডের অনন্য নজির! গর্বের ঘোষণা কর্তৃপক্ষের!

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হায়োার দাপট থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিকে, ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রাও কমতে পারে।

weather update rainfall weather today Weather Forecast
Advertisment