আবারও নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রার পারদ। শহর থেকে জেলা, শীতের দাপট সর্বত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে আরও খানিকটা নেমে যেতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের অনুভূতি কবে মিলবে সেব্যাপারে কিছু জানা যায়নি। চলতি সপ্তাহে আবহাওয়ার এমন পরিস্থিতিই বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার বছর শুরুর প্রথম দিনে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও কমে হল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন তিনেক পরিস্থিতি একই থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা নামার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমলেও এসপ্তাহে জাঁকিয়ে শীতের অনুভূতি মিলবে না।
আরও পড়ুন- ময়নাগুড়িতে গুপ্তযুগের জটিলেশ্বর মন্দির, যেখানে গেলে বহু কঠিন-জটিল সমস্যায় মেলে মুক্তি
শহর কলকাতার পাশাপাশি বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। যদিও বেলা বাড়তেই সেই দাপট হবে ফিকে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবারও দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চল লাগোয়া এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির হাত ধরেই ঠান্ডা হাড়া কাঁপাবে এই দুই পাহাড়ি জেলায়। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।
মোটের উপর দার্জিলিং, কালিম্পং জেলা বাদে রাজ্যের অন্য জেলাগুলিতে শীতের ভরপুর আমেজ বজায় থাকলেও ঠান্ডা হাড়া কাঁপাবে কবে থেকে সেব্যাপারে এখনও কিছু জানাতে পারছে না হাওয়া অফিস।