Advertisment

ফিকে শীতের আমেজ, ফের বৃষ্টির সম্ভাবনা, বাধা উতরে ঠান্ডার মারকাটারি ইনিংস শুরু কবে?

সুর চড়িয়েও ফিকে শীতের আমেজ। শহর থেকে জেলা, গত দিন কয়েকের সকাল-রাতে ছ্যাঁকছ্যেঁকে ভাব নিমেষেই যেন উধাও।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Kolkata Weather Forecast 2 November 2023

সুর চড়িয়েও উধাও ঠান্ডা, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।

Bengal Weather Update: সুর চড়িয়েও ফিকে শীতের আমেজ। শহর থেকে জেলা, গত দিন কয়েকের সকাল-রাতে ছ্যাঁকছ্যেঁকে ভাব নিমেষেই যেন উধাও। উত্তুরে হাওয়ার গতি আটকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তারই জেরে আবহাওয়ার এই উলোটপুরাণ। আবহাওয়ার সাম্প্রতিক এই বদলের জেরে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে তাপমাত্রা কমার ইঙ্গিতও বেশ কম। তবে কি শীতের শুরুতেই বিরাট ঝটকা? বাধা কাটিয়ে ফের রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট শুরু কবে থেকে? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।

Advertisment

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢোকার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির এই রেশ থাকবে আগামী শনিবারেও। ওই দিন রাজ্যের উপকূলবর্তী দুই জেলাতেও বৃষ্টি হতে পারে। অসময়ের এই বৃষ্টির জেরে আপাতত উধাও হতে পারে শীত-শীত ভাব। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

কবে থেকে ফের শীতের আমেজ মিলতে পারে?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই সপ্তাহের পুরোটাই এমনই পরিস্থিতি চলবে। দিনের তাপমাত্রায় বিশেষ হেরফের না হলেও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ায় শীতের আমেজ অনেকটাই ফিকে হবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ফের আবহাওয়ায় বদল আসবে। নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। আবারও বাড়তে শুরু করবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়তে পারে সেব্যাপারে এখমনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন- জোরে ঢাক বাজানোয় জরিমানা হয়েছিল রানি রাসমণির! দুর্গাপুজোর এমন কাহিনী চমকে দেবে

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…

দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিকে হলেও উত্তরবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বিশেষ বদল হবে না। ভোরের দিকে ও রাতে ঠান্ডার আমেজ থাকবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ডায়েরির ‘বালুদা’ কে? এবার কি মুখোমুখি জেরার মুখে জ্যোতিপ্রিয়?

কলকাতার ওয়েদার আপডেট…

শীতের আমেজ ফিকে শহর কলকাতাতেও। মহানগীরতেও কখনও মেঘলা বা কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। যদিও কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather Forecast Kolkata Weather Weather Report Weather Forecast
Advertisment