/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/photo.jpg)
Kolkata Weather Today: আজও দিনভর কলকাতায় 'লু' বওয়ার আশঙ্কা প্রবল। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
IMD Weather Update Today April 20: প্রবল দাবদাহ দক্ষিণবঙ্গে। জেলায়-জেলায় তাপপ্রবাহে নাকাল দশা। শনিবার শহর কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আজ তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। শুক্রবার বাঁকুড়া, পানাগড়ের তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করেছিল। শনিবার পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি আর কতদিন চলবে?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের এই জোরালো দাপট চলবে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের জেরে চরম পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে এই পরিস্থিতির মধ্যেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে, শহর কলকাতায় আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।
দক্ষিণবঙ্গ গরমে নাকাল হলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও। আগামিকাল শুধুমাত্র দুই পার্বত্য জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।