Advertisment

Kolkata Weather Today: বহাল শীতের আমেজ, মাঘ শেষে ঠাণ্ডার 'সুনামি' দেখবে বাংলা? জেনে নিন লেটেস্ট আপডেট

IMD Weather Forecast Update: এই মরশুমে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই পর্বে জমিয়ে ব্যাটিং করেছে শীত। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মারকাটারি ঠাণ্ডার জোরালো অনুভূতি মিলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু থেকেই শীতের ভালোমতো দাপট ছিল। দার্জিলিঙে কয়েক দফায় তুষারপাতও হয়েছে। তবে অস্বস্তি বাড়িয়েছে দফায়-দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও গত কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ভরা শীতের মরশুমে এমন বৃষ্টির জেরে অস্বস্তি তুঙ্গে উঠেছিল। যদিও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী সপ্তাহে আবহাওয়ায় এমন কী বদল আসতে চলেছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: শহরে ভরপুর শীতের আমেজ। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today January 20: শীতের ভরপুর আমেজ শহর থেকে জেলায়। জাঁকিয়ে ঠাণ্ডা না পড়লেও শীতের (Winter) মেজাজ কিন্তু রয়েছে। ফের একবার রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। দক্ষিণবঙ্গে শীতের সেকেন্ড স্পেল শেষ হয়েছে দিন কয়েক আগেই। তারপর অসময়ের বৃষ্টিতে পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। আগামী সপ্তাহেই আবহাওয়ায় (Weather) ফের একবার বদল আসতে চলেছে। সেই বদলের হাত ধরেই কী ঠাণ্ডার থার্ড স্পেলের শুরু?

Advertisment

এবছর বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখন পর্যন্ত দুই পর্বে ঝোড়ো ব্যাটিং করেছে শীত। ঠাণ্ডার প্রথম জোরালো স্পেলের শুরুটা হয়েছিল ডিসেম্বর মাসে। টানা দিন দশেক ভালোমতো ঠাণ্ডার আমেজ ছিল দক্ষিণবঙ্গজুড়ে। তবে বড়দিনের আগেই শীতের গতি মন্থর হয়। পরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হয় শীতের সেকেন্ড স্পেল। মাঝে অসময়ের বৃষ্টিতে শীতের গতি বাধাপ্রাপ্ত হয়। উত্তুরে হাওয়ার দাপট কমে বইতে শুরু করে পূবালি হাওয়া। এবার ফের একবার আবহাওয়ায় বদল আসতে চলেছে। আগামী সপ্তাহের বুধবার থেকে ওই বদল চোখে পড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার (Fog) দাপট দেখা যাবে। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশও থাকবে জেলায়-জেলায়। তবে বেলা বাড়লে কুয়াশার চাদর সরে যাবে। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী ২৩ জানুয়ারির পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ ফের কিছুটা নামতে পারে। সেক্ষেত্রে ২৪ জানুারি থেকে আবারও ঠাণ্ডার জোরালো অনুভবতি মিলতে পারে।

আরও পড়ুন- Adhir Mamata Dual: মুর্শিদাবাদে ফ্যাক্টর অধীর-ই, বৈঠকে কী বোঝালেন তৃণমূল সুপ্রিমো মমতা?

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…

উত্তরবঙ্গের একাধিক জেলায় অস্বস্তি তুঙ্গে তুলবে ঘন কুয়াশা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় কুয়াশার ভালোমতো দাপট লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে পাহাড়নগরী দাার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহারে (Cooch behar) থাকবে ঘন কুয়াশার চাদর। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন ঠাণ্ডার জোরালো দাপট থাকবে। এরই মধ্যে ফের একবার দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার ওয়েদার আপডেট…

কলকাতায় (Kolkata) শীতের কামড় রয়েছে। পারদ পতনে ঠাণ্ডার অনুভূতি বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন দু'য়েক শহর কলকাতার আবহাওয়ায় বিশেষ হেরফের হবে না। তবে আগামী ২৩ জানুয়ারির পর থেকে কলকাতাতেও ফের এক দফায় পারদ নামতে পারে।

West Bengal weather today Kolkata Weather Weather Report Weather Forecast
Advertisment