Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। তবে এতেও কাটছে না অস্বস্তি। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আগামিকাল অর্থাৎ, একুশে জুলাই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আবহাওয়া দফতেরর পূর্বাভাস।
কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতায়। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অর্থাৎ, একুশে জুলাই শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- যুগান্তকারী নিরাপত্তা! তৃণমূলের ২১ জুলাইয়ের সভা ঘিরে তুলকালাম প্রশাসনিক তৎপরতা!
তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবার আরও বাড়বে। আগামিকাল শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।