/indian-express-bangla/media/media_files/2025/02/27/mo1cRLWzswZTq3HW21sS.jpg)
Bengal Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
Weather Report Bengal: সপ্তাহের প্রথম দিনেও রাজ্যের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কিছুটা কমেছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টি একেবারে পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে চলতি সপ্তাহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হওয়ার দাপটের পাশাপাশি বৃষ্টির প্রকোপ বেশি।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার তাপমাত্রাও বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। তাপমাত্রার এই বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই গরমের অনুভূতিও আরও বাড়বে দক্ষিণবঙ্গের সর্বত্র।
কলকাতার ওয়েদার আপডেট
কলকাতা শহরেও এবার তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। স্বভাবতই গরমও এবার আরও বাড়বে তিলোত্তমা মহানগরীতে। তবে চলতি সপ্তাহে শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজ সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জেলায়-জেলায়। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার জেলায় সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত সপ্তাহের অধিকাংশ দিনই ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিবেশ মোটের ওপর সহনীয় ছিল। দিনে গরমের তাপ বাড়লেও বিকেলের পর থেকে পর পর বেশ কয়েকদিন ঝড়-জলের জেরে মনোরম পরিবেশ তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেড়ে যাবে। স্বভাবতই গরমের দাপটও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তের চেয়ে বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে।