সপ্তাহের প্রথম দিনেই কুয়াশার দাপট রাজ্যে। শহর কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় এদিন ভোরে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার জেরে এদিন বেশ কিছু রাস্তায় সকালের দিকে আলো জ্বেলে যাতায়াত করতে দেখা যায় গাড়িগুলিকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই সরবে কুয়াশার চাদর। পরিস্কার হবে আকাশ। তবে আগের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা আজ খুবই কম।
Advertisment
কার্যত উধাও শীত। সপ্তাহের প্রথম দিনে কলকাতা থেকে জেলা, শীতের অনুভূতি বেশ ফিকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
এর আগে আজ বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ছিল বেশি। তবে বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আর সেই সম্ভাবনা নেই। বরং আজ দিনভর মেঘমুক্ত আকাশ থাকবে বলে জানানো হয়েছে।
তবে বৃষ্টি না হলেও সোমবার ভোরে কুয়াশার জেরে বিপত্তি তৈরি হয়। জানা গিয়েছে, এদিন কুয়াশার প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, শীতের আমেজ ফিকে হওয়ায় উঁকি দিচ্ছে বসন্ত। আবহাওয়া দফতর জানাচ্ছে, এবার থেকে ধীরে ধীরে একটু একটু করে তাপমাত্রা বড়বে। শীতের আমেজ পুরোপুরি ফিকে হয়ে নামবে বসন্ত।