IMD Weather Update Today January 21: শীতের আমেজ গোটা রাজ্যে। এই মরশুমে ভরা মাঘেও বৃষ্টি দেখেছে বাংলা। এবার ফের একবার তেমন দুর্যোগেরই পূর্বাভাস হাওয়া অফিসের। সেই সঙ্গে কাঁপানো শীতও ধেয়ে আসছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফের একবার জাঁকিয়ে শীত আর বৃষ্টির (Rainfall) সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। এনিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিক থেকে ফের একবার আবহাওয়ায় (Weather) বড়সড় বদল আসতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। এমনিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠাণ্ডা রয়েছে। আগামী সপ্তাহে শীতের (Winter) সেই রেশ আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন সকালের দিকে শহর কলকাতা (Kolkata) ছাড়াও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার (Fog) দাপট থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে ও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে একাধিক জেলায়। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বদল আসার জোরালো সম্ভাবনা রয়েছে। ফের একবার জাঁকিয়ে শীত পড়ারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতার ওয়েদার আপডেট…
রাতের তাপমাত্রা বেড়ছে শহর কলকাতায়, বরং নেমেছে দিনের পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন মহানগরীর তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বুধবার থেকে কলকাতার আবহাওয়াতেও বদল আসতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশার দাপট রয়েছে। এই পরিস্থিতি থাকবে আরও ৪-৫ দিন। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই ভালো মতো ঠাণ্ডা রয়েছে। ঠাণ্ডা হাড় কাঁপাচ্ছে দার্জিলিঙে (Darjeeling)। পাহাড়নগরীর উঁচু এলাকাগুলিতে ফের একবার তুষারপাতের সম্ভাবনা জোরালো হচ্ছে। তুষারপাতের পাশাপাশি দার্জিলিঙে বৃষ্টিও চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু দার্জিলিংই নয়, উত্তরবঙ্গের আর এক পার্বত্য জেলা কালিম্পঙেও (Kalimpong) বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।