/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/rain_aaddf6.jpg)
Kolkata Weather Today: আজ কলকাতায় ঝেঁপে বৃষ্টি?
IMD Weather Update Today June 21: বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষার দিন শেষ! দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি জারি রয়েছে। আজও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এবছর বর্ষা দেশে নির্ধারিত সময়ের আগে ঢুকেছে। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা ঢুকলেও মৌসুমী বায়ু সেখানেই থমকে ছিল। জ্বালা ধরানো ভ্যাপসা গরমে গত কয়েক সপ্তাহ ধরে নাজেহাল দশা হয়েছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের মানুষের। একফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের মুখ চেয়ে দিন কাটাচ্ছিলেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। শরীর সেদ্ধ করা সেই গরমের হাত থেকে পরিত্রাণ মিলেছে। গতকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু ঢুকে পড়বে। আর দু-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার বৃষ্টি নামবে। এখন প্রাক বর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। এই বৃষ্টি হাত ধরেই কমবে তাপমাত্রা।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।