IMD Weather Update Today May 21: ফের একবার ঘূর্ণিঝড়ের শঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়া সময়ের অপেক্ষা। এখনও পর্যন্ত সিস্টেমটির উপর গভীর পর্যবেক্ষণে আবহাওয়াবিদরা জেনেছেন এমনই চলতে থাকলে আগামী শুক্রবার অর্থাৎ ২৪ মে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তা হলে তারও ৪৮ ঘণ্টার মাথায় তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে 'রেমাল'। ওমান এই ঝড়ের নাম দিয়েছে। তবে এখনও পর্যন্ত অন্তত মৌসম ভবনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আপাতত দিন কয়েক ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন সাতেক রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলবে। এই পর্বে অন্তত মে মাসে নতুন করে তাপপ্রবাহের সতর্কতা নেই। আগামী শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির দাপট থাকবে। তবে এরই মধ্যে আগামী শুক্রবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। বুধবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন- PM Narendra Modi: অধিকারী গড়েই বাতিল মোদীর সভা! কেন কাঁথি-তমলুকে গেলেন না প্রধানমন্ত্রী?
আগামী বৃহস্পতিবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির সঙ্গেই দুই জেলায় থাকবে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল দাপট দেখা যেতে পারে।