/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/heat-wave.jpg)
Kolkata Weather Today: ভ্যাপসা গরমে দুর্ভোগ বাড়বে কলকাতাতেও।
Heat Wave Alert: প্রবল গরমে শরীর সেদ্ধ হওয়ার জোগাড়। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরেই চলছে তাপপ্রবাহের ভীষণ দাপট। অতি তীব্র তাপপ্রবাহের (Heat Wave) কবলে পড়েছে একাধিক জেলা। তবে আগামী দু'দিন তাপপ্রবাহের দাপট কিছুটা হলেও কমবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ। আগামী বুধবার থেকে তাপপ্রবাহের দাপট বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শুরুর দিন অর্থাৎ আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা হলেও কমতে পারে। মেঘলা আকাশে গুমোট ভাব থাকলেও দাবদাহের পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই মিলতে পারে আজ ও কাল। সোম ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
তবে আগামী বুধবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতিবার থেকে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তীব্র গরমে চরম পরিস্থিতি তৈরি হতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। আজ সোমবারেও তিলোত্তমা মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। এই মরশুমে মহনগরীতে চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। একটানা বেশ কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি কিংবা তার আশেপাশে রয়েছে। অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে তিলোত্তমা মহাগরীতে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। আজ ও কাল এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। তবে আগামী বুধবার থেকে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।