Advertisment

Kolkata Weather Today: হুড়মুড়িয়ে নামল কলকাতার পারদ! কনকনে শীতে কাঁপছে বাংলা! ফের কোন কোন জেলায় বৃষ্টি?

IMD Weather Forecast Update: শহর থেকে জেলা, কাঁপানো ঠান্ডায় জবুথবু বাংলা। ভরা মাঘে হাত খুলে ব্যাট করছে শীত। শহর কলকাতার পারদ নামছে হু হু করে। আজই এমরশুমের শীতলতম দিন। পশ্চিমের জেলাগুলির ঠান্ডা হাড় কাঁপাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এই পরিস্থিতিতে ফের একবার বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। বৃষ্টির হাত ধরে শীত কি এবার আরও মেজাজে ব্যাট করবে? এবারের শীত কি আগের অনেক রেকর্ডই ভেঙে চুরমার করে দেবে?

author-image
Nilotpal Sil
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়। ছবি- শশী ঘোষ

IMD Weather Update Today January 22: মারকাটারি মেজাজে ব্যাট করছে শীত (Winter)। শহর থকে জেলা, কাঁপুনি ধরাচ্ছে ঠান্ডা। রাতারাতি বেশ খানিকটা নেমে গিয়েছে কলকাতার (Kolkata) পারদ । সোমবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। মহানগরীতে আজই এমরশুমের শীতলতম দিন। ভরা মাঘে ফের একবার বৃষ্টির (Rainfall) ভ্রূকুটি। রাজ্যের ৯ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

Advertisment

বারবার ভোল বদলাচ্ছে আবহাওয়া। পৌষ সংক্রান্তির পর কয়েকদিনের বৃষ্টি ও মেঘলা আকাশে শীত যেন আষ্ঠেপৃষ্টে আঁকড়ে ধরেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ৯ জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের সর্বত্র ঠান্ডা কাঁপুনি ধরাচ্ছে। ঠান্ডার প্রকোপ আরও বাড়বে ?

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

আজ দিনভর কাঁপানো ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামিকাল ২৩ জানুয়ারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৪ ও ২৫ জানুয়ারি বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওই দু'দিনই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা (Rainfall Forecast) রয়েছে। দুই মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনাতেও আগামিকাল হালকা বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট। ঠান্ডার দাপট এখনও আগামী বেশ কয়েকদিন ভালোমতো থাকবে। শহর কলকাতা ছাড়াও কয়েকটি জেলায় কোল্ড ডে (Cold Day) পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন- Ram Mandir: অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা রামলালার! বাংলায় লাখো প্রদীপের রামমূর্তিতে তোলপাড় দাপুটে তৃণমূল নেতার

কলকাতার ওয়েদার আপডেট…

আপাতত কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জোরালো ঠান্ডার মারাত্মক দাপট থাকবে মহানগরীতে। আপাতত আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার তপমাত্রা আরও নেমে যেতে পারে। আজ সপ্তাহের প্রথম দিনে কলকাতার পারদ নেমেছে ১২.১ ডিগ্রিতে। আজই এমরশুমের শীতলতম দিন।

আরও পড়ুন- Ayodhya Ram Mandir Inauguration, 22 January 2024 LIVE: এলেন যোগী, কেন অযোধ্যা এড়ালেন আদবানি?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার জোরালো দাপট রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশ বাড়বে। মালদহ, কোচবিহার, দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতেচ পারে ওই দুই জেলায়। দুই জেলার তাপমাত্রা আরও কমে যেতে পারে। দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Report weather today Rainfall in Bengal Kolkata Weather
Advertisment