IMD Weather Update Today January 23: কথায় আছে, মাঘের শীতে বাঘে কাঁপে। সেই প্রবাদবাক্য হাড়ে হাড়ে টের পাচ্ছেন বঙ্গবাসী। মাঘের শীতে কাঁপছে কলকাতা-সহ গোটা বাংলা। নেমেই চলেছে তাপমাত্রার পারদ। কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ।
কলকাতার তাপমাত্রা কত (Kolkata Temperature)
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা । উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে (Sikkim) তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। যার ব্যাপক প্রভাব পড়বে দার্জিলিং-সহ (Darjeeling) পাহাড়ের বাকি অঞ্চলে। উঁচু পার্বত্য এলাকায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে।
দিল্লি-সহ গোটা উত্তর-পশ্চিম ভারতে প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সোমবার অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিনই সেখানে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন Kolkata Weather Today: হুড়মুড়িয়ে নামল কলকাতার পারদ! কনকনে শীতে কাঁপছে বাংলা! ফের কোন কোন জেলায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ দিনভর কাঁপানো ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আজ, ২৩ জানুয়ারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৪ ও ২৫ জানুয়ারি বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওই দু’দিনই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা (Rainfall Forecast) রয়েছে। দুই মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনাতেও মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে।
কয়েকটি জেলায় বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট। ঠান্ডার দাপট এখনও আগামী বেশ কয়েকদিন ভালেমতো থাকবে। শহর কলকাতা ছাড়াও কয়েকটি জেলায় কোল্ড ডে (Cold Day) পরিস্থিতি তৈরি হতে পারে।