West Bengal Weather Update: শহর কলকাতার তাপমাত্রা নেমে গেল কুড়ির নীচে। শহর থেকে জেলা, রাজ্যের সর্বত্র শীতের আমেজ আরও বাড়ছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমে যেতে পারে। মোটের উপর শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে।
সব কিছু ঠিকঠাকই এগোচ্ছে। দিন যত এগোচ্ছে ঠান্ডার কামড়ও ততই প্রকট হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা শহরের তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতায় এমনই থাকবে আবহাওয়া। তিলোত্তমা মহানগরীতে সকাল-সন্ধে শীতের আমেজ বহাল থাকবে। তবে বেলা বাড়লে গরম অনুভূত হতে পারে।
অন্যদিকে, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তীব্র হচ্ছে শীত। দিন যত এগোচ্ছে ঠান্ডার অনুভূতি বেড়েই চলেছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
আরও পড়ুন- পাঁচজনের মতো নয় ও! ‘দোষ’ এটাই? দু’দশক ধরে সীমাহীন ‘যন্ত্রণা’ সইছেন যুবক
আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে ভালোমতো শীত টের পাওয়া যাবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ বহাল রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতিতেও বিশেষ হেরফের হবে না। সর্বত্র ঠান্ডার মেজাজ বহাল থাকবে। তবে এবছর জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়তে পারে সেব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।