Advertisment

ফিকে শীতের আমেজ, বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়, আবহাওয়ায় তুমুল বদল জানুয়ারির শুরুতেই?

দক্ষিণবঙ্গের সব জেলারই পারদ ঊর্ধ্বমুখী। কলকাতা-সহ জেলায়-জেলায় কুয়াশার দাপট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Kolkata Weather Forecast 24 December 2023

কুয়াশা মোড়া সকাল। রবিবার সকালে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় কুয়াশার এমনই দাপট চোখে পড়েছে।

Bengal Weather Update: আবহাওয়ার খামখেয়ালিপনায় এবছর উষ্ণ পরিবেশেই কাটতে চলেছে বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেশন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলারই পারদ ঊর্ধ্বমুখী। রবিবার সকাল থেকে কলকাতা-সহ জেলায়-জেলায় কুয়াশার দাপট চোখে পড়ছে। কলকাতা বিমানবন্দরে কুয়াশার জেরে বিমান ওঠা-নামাতেও সমস্যা হচ্ছে। উত্তরের জেলাগুলি জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে। দার্জিলিঙে আজও বরফ পড়তে পারে। এই আবহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উলোটপুরাণ। বড়দিনের আগেই ফিকে শীতের আমেজ। বরং সপ্তাভভর পারদ থাকবে ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গে কবে ঠান্ডার কামব্যাক? জেনে নিন ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ কিছুটা চড়বে। তারই জেরে আরও ফিকে হবে শীতের আমেজ। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জেরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই দক্ষিণবঙ্গে শীত ফিকে হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দার্জিলিঙে আজ রবিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মোটের উপর হাড়াকাঁপানো শীতে পাহাড় বেড়াচ্ছেন পর্যটকরা। পাহাড়ের সব স্পটগুলিতেই পর্যটকদের উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গের কোনও জেলাতেঅই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- ক্ষুব্ধ রাজ্যপাল! সমাবর্তনের আগের রাতেই সরালেন যাদবপুরের উপাচার্যকে

কলকাতার ওয়েদার ইনফো…

শহর কলকাতাতেও আপাতত নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। বরং আগামী এক সপ্তাহ পারদ থাকবে ঊর্ধ্বমুখী। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেশন হালকা শীতের আমেজ গায়ে মেখেই কাটাতে পারবেন কলকাতার বাসিন্দারা।

দক্ষিণবঙ্গে শীতের কামব্যাক কবে?

আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের কোনো সম্ভাবনা নেই। বরং আগামী এক সপ্তাহ পারদের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় ঠান্ডার আমেজ বেশ ফিকে হবে। তবে জলীয় বাষ্পের প্রবেশ বন্ধ হয়ে গেলে নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Report winter weather update rainfall
Advertisment