Bengal Weather Update: গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টি হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মেলেনি। দক্ষিণবঙ্গে এই পর্বে আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও দিনভর বৃষ্টি চলবে। আগামিকাল থেকে বর্ষা ব্রেক কষবে উত্তরেও।
এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণ হবে কিনা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৫০ শতাংশেরও বেশি বৃষ্টি ঘাটতি রয়ে গিয়েছে। বৃষ্টির এই স্বল্পতার প্রভাব পড়তে পারে চাষাবাদে। গত দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্তোষজনক বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- হঠাৎ হল কী? দিল্লি তলব সুকান্ত-শুভেন্দুদের, আজই বৈঠকে RSS
তবে আজ থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলা দার্জিলিঙের পাশাপাশি সংলগ্ন কয়েকটি জায়গায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাত চলবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।