Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা সর্বত্র ঠান্ডার মেজাজ। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিনে শীতের অনুভূতি বেশ চড়া হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। তা হলে ফের একবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
নভেম্বরের শেষ লগ্নে শীতের আমেজ আরও চড়া। রাজ্যজুড়ে শীতের অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ বহাল রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ আরও বেড়েছে। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার আমেজ আরও তীব্র হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে শীতের দাপট থাকবে বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। শীতের মেজাজ বহাল থাকবে জেলায় জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।
আরও পড়ুন- তৃণমূলের রাশ সেই মমতার হাতেই, পাখি পড়ার মতো পাঠ নেত্রীর
কলকাতার ওয়েদার আপডেট…
এক ধাক্কায় কলকাতায় ১৮-র ঘরে নেমেছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-২০ ডিগ্রির মধ্যে থাকবে। ভোর ও রাতের দিকে শীতের আমেজ থাকবে।