Bengal Weather Update: ফের এক দফায় রাজ্যজুড়ে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ফের এক নাগাড়ে চলছে বৃষ্টি। গতরাত থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলাতেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একনাগাড়ে বৃষ্টি চলছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই পরিস্থিতিই বহাল থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ হওয়ার আশা আর দেখছেন না আবহাওয়াবিদরা। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের এক দফায় গতকাল থেকে বৃষ্টি শুরু। শুক্রবার সকালে থেকেও দক্ষিণবঙ্গজুড়ে চলছে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- র্যাগিং রুখবে ইসরো? চন্দ্রযান ৩-এর প্রধান স্থপতির সঙ্গে কী কথা রাজ্যপালের?
আজ ও কাল একাধিক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে, শুক্রবার শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কোচবিহার জেলাতেও। এছাড়াও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রবল এই দুর্যোগ চলবে আগামী রবিবার পর্যন্ত। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। তবে এই ক'দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।