Advertisment

Kolkata Weather Today: কল্পনাতেও আনতে পারবেন না! তাপপ্রবাহের 'রাক্ষুসে' রূপ দেখবে বাংলা! জ্বালা জুড়োতে বৃষ্টি কবে?

IMD Weather Forecast Update: আগুনে মেজাজ গোটা দক্ষিণবঙ্গের। তাপপ্রবাহের ভয়ঙ্কর চেহারা শহর থেকে জেলায়। একটানা তাপপ্রবাহের তীব্র দাপটে নাকাল আট থেকে আশি। বৃষ্টির জন্য হাপহিত্যেশ বঙ্গবাসীর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, সূর্য আগুন ঢালছে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায়। এই পরিস্থিতি থেকে মুক্তি কবে?

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Weather Forcast: অসহ্য গরম, প্রাণান্তকর অবস্থা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

IMD Weather Update Today April 26: তীব্র তাপপ্রবাহের (Severe Heat Wave) সতর্কতা জেলায়-জেলায়। এখনই স্বস্তির ছিটেফোঁটা সম্ভাবনাও নেই। বরং এপ্রিল মাসের বাকি দিনগুলিতেও চরম গরমে কাত হতে হবে বঙ্গবাসীকে। গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও গরমে নাভিশ্বাস উঠবে আরও বেশ কয়েকদিন।

Advertisment

কলকাতায় এবছরের গরম গত ৫০ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকালই প্রায় ৪২ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছিল মহানগরী তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা। আজ তা আরও বেড়ে যেতে পারে। তবে শুধু কলকাতা শহরেই নয়, তীব্র তাপপ্রবাহে নাকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। আজও তীব্র তাপপ্রবাহের সতর্কতা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।

আরও পড়ুন- Modi on TMC: ‘২৬ হাজার পরিবারের রুজি-রুটি শেষ’, চাকরি বাতিল ইস্যুতে তৃণমূলকে তুলোধনা মোদীর

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আরও দিন সাতেক দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। তার মধ্যে ৫ জেলায় জারি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। গোটা এপ্রিল মাস জুড়েই আগুনে পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।

তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, এই পর্বে ব্যাপক গরমে কাত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাও। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি হয়েছে। আপাতত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal weather update Weather Forecast Heat Wave
Advertisment