Bengal Weather Update: অগাস্টের শেষ পর্বে উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির স্পেল চলছে। তবে কি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষার এই স্পেল বৃষ্টি ঘাটতি মিটিয়ে দেবে? আবহাওয়াবিদরা অবশ্য সেই সম্ভাবনা এখনই দেখছেন না। বরং চলতি বর্ষার শেষেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির ঘাটতি রয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।
পূর্বাভাস মতো আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ পর্যন্ত ভারী বৃষ্টির স্পেল চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়।
আরও পড়ুন- এই রুটে আজ বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগ বাড়বে যাত্রীদের
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও সকাল থেকে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সব জেলাতেই। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টির পরিমাণ কমতে শুরু করলেই ফের বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিতে ফের ভোগান্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কমেছে। শনিবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা শহরেও এদিন বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।