Advertisment

Kolkata Weather Today: কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে দক্ষিণবঙ্গে ? স্লগ ওভারে ঝড় তুলবে শীত?

IMD Weather Forecast Update: এই মরশুমে দু'দফায় শীতের জোরালো স্পেল পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রথম পর্বে গত বছরের ডিসেম্বর মাসে টানা দিন দশেক ছিল শীতের ফার্স্ট স্পেল। দ্বিতীয় পর্বে জানুয়ারি মাসে টানা কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এবার সপ্তাহান্তে নতুন করে আবহাওয়ার কী পরিস্থিতি? ফের কি বৃষ্টি? নাকি জাঁকিয়ে শীত?

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া

Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today January 26: জানুয়ারি শেষে রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ রয়েছে। শহর কলকাতাতেও (Kolkata Weather) জমাটি শীত। তিলোত্তমা মহানগরীর অলিগলিতে শীতের চেনা-ছবি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, ঠান্ডার মেজাজ সর্বত্র। এবার পারদ আরও নামার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ফের কি বৃষ্টির সম্ভাবনা (Ranifall Forecast) রয়েছে কয়েকটি জেলায়? আগামী দু'দিন আবহাওয়া কেমন থাকবে? এই নিয়েই রইল আবহাওয়ার বিশেষ আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। তবে কুয়াশার (Fog) দাপট থাকবে একাধিক জেলায়। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভোরের দিকে আগামী কয়েকদিন কুয়াশার চাদর থাকবে। যদিও বেলা বাড়লে কুয়শার দাপট ফিকে হবে।

এই মরশুমে দু'দফায় শীতের টানা স্পেল পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রথম পর্বে গত বছরের ডিসেম্বর মাসে টানা দিন দশেক ছিল শীতের ফার্স্ট স্পেল। দ্বিতীয় পর্বে জানুয়ারি মাসে টানা কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত (Winter) পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এবার সপ্তাহান্তে নতুন করে ফের এক দফায় জোরালো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়ার আপডেট…

কলকাতা শহরের সর্বত্র ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন কলকাতায় এমনই মনোরম পরিবেশ থাকবে। আগামী দিন কয়েক সর্বনিম্ন তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না।

আরও পড়ুন- Republic Day 2024: ডানা মেলল স্বপ্ন উড়ান, প্রজাতন্ত্র দিবসে রাজধানীর কর্তব্যপথে বাংলার ‘অগ্নিকন্যা’

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাগুলিতেই শীতের জমাটি আমেজ রয়েছে। সব জেলাতেই জোরালো ঠান্ডা রয়েছে। আবহাওয়া দফকর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হয়েছে মালদা ও দুই দিনাজপুরে। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে।

Kolkata Weather weather today Weather Forecast
Advertisment