Advertisment

স্বস্তির বৃষ্টিতে ইতি টেনে বাড়ছে গরম, ফের চাঁদিফাটা তাপে পুড়বে বঙ্গ?

দিন কয়েকের বৃষ্টি-স্বস্তির পর ফের বাড়ছে গরম।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather forecast 27 april 2023

বাড়ছে গরম। রোদ থেকে বাঁচতে ভরসা ছাতা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

দিন কয়েকের বৃষ্টি-স্বস্তির পর ফের বাড়ছে গরম। তবে কি ফের এক দফায় চাঁদিফাটা গরমে জেরবার দশার পুনারবৃত্তি শুধুই সময়ের অপেক্ষা? তেমন কোনও সতর্কবার্তা না থাকলেও কলকাতার তাপমাত্রা কিন্তু আরও বাড়ার ইঙ্গিত প্রবল। একইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

তীব্র দাবহাহে একটানা ভুগেছে রাজ্যের অধিকাংশ এলাকা। দিন সাতেকের টানা এই পরিস্থিতির পর অবশেষে দিন কয়েকের বৃষ্টিতে ফিরেছে ফিরেছে স্বস্তি। তবে দিন কয়েকের স্বস্তিতে ইতি টেনে ফের বাড়ছে গরম। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গরম বাড়লেও ফের এক দফায় তাপপ্রবাহের আশঙ্কা এখনই নেই।

আরও পড়ুন- গরু পাচার মামলা: চাপ বাড়ল অনুব্রতর, এবার ইডি-র জালে কন্যা সুকন্যা মণ্ডলও

বরং আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন কয়েক বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

শহর কলকাতার তাপমাত্রাও আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। এরই পাশাপাশি আগামী দিন তিনেক উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather update Rainfall in Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment